Sports

শুরুতেই হার বাংলাদেশের, ইডেন দেখলো শাহিদ আফ্রিদির ঝড়

শুরুতেই হার বাংলাদেশের, ইডেন দেখলো শাহিদ আফ্রিদির ঝড়

| | 16 Mar 2016, 09:11 am
কলকাতা, মার্চ ১৬- টুর্নামেন্টের শুরুটা খুব একটা সুন্দর করতে পারল না বাংলাদেশ। বুধবার পাকিস্তানের হাতে ৫৫ রানের হার দিয়েই টি ২০ বিশ্বকাপের অভিযান শুরু করল সাকিব আল হাসানেরা।

প্রথমে পাকিস্তান তাদের ২০ ওভারে ২০১ রান করে পাঁচ উইকেট হারিয়ে।

জবাবে, বাংলাদেশের ব্যাটসম্যানেরা সফল হতে পারেনি। তাদের চাপে ফেলে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৬ রানে বেঁধে দেয় পাকিস্তানী বোলারেরা।

 

একমাত্র সুবিধা করতে পেরেছে সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫০ রান করেন উনি।

 

বাকি ব্যাটসম্যানেরা সফল হতে পারেনি।

 

অন্যদিকে, আজকের পুরো দিনটাই জিতে নিয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি। বহুদিন বাদে ব্যাট হাতে সফল হলেন উনি।

 

মাত্র ১৯ বলে ৪৯ রান করে ইডেন গার্ডেনসের মন জয় করলেন এই ক্রিকেটার। মারলেন চারটি ছক্কা  ও চার।

 

পাকিস্তান শেষ ছয় ওভারে তোলেন ৮০ রান।

 

শেহজাদ  (৫২) ও মোহাম্মদ হাফিজ ৪২ বলে করেছেন ৬৪ করে পাহাড়ের মত রান খাড়া করেন বাংলাদেশের সামনে।

 

বাংলাদেশের হয় তাসকিন আহমেদ ও আরাফাত সানি দুটি করে উইকেট তোলেন।