Sports

পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশ’ করলো বাংলাদেশ

পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশ’ করলো বাংলাদেশ

| | 22 Apr 2015, 02:23 pm
ঢাকা, এপ্রিল ২২- দেশের মানুষকে এক স্বপ্নের দিন বুধবার উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা।

দেশের ক্রিকেট ইতিহাসের আজ হয়তো সব থেকে স্মরণীয় ঘটনাটির সাক্ষী থাকলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

 

আট উইকেটে পাকিস্তানকে হারিয়ে ৩-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ।

 

পাকিস্তানের ২৫১ রানের লক্ষ্যকে সামনে রেখে মাত্র ৩৯।৩ ওভারে দুই উইকেত হারিয়ে জিতে যায় বাংলাদেশ।

 

দিনের সেরা হয়েছেন সৌম্য সরকার। সৌম্যর ১৩টি চার ও ছয় ছক্কায় অপরাজিত ১২৭ রানের ইনিংসের সুবাধে বাংলাদেশ যেন সহজেই ম্যাচটি জিতে যায়।

 

প্রথম উইকেট জুটিতে, সৌম্য ও তামিম ইকবাল (৬৪) মিলে ১৪৫ রান তুলেই প্রায় বীজয়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন।

 

জুনায়েদ খানের বলে তামিম ও পরে মাহমুদউল্লাহ (৪) ফিরে গেলেও শেষ পর্যন্ত সৌম্য আর মুশফিক (৪৯*) মিলে ২৫১ রানে পৌঁছে যান।

 

আগে, আজহার আলির ১০১ রানে ভর করে ৮৯ ওভারে ২৪৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

 

শুরু ভালো করলেও এক সময় মাত্র ৪৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পরে পাকিস্তানি ব্যাটসম্যানেরা।

 

বাংলাদেশের হয়ে সাকিব (২/৩৪), আরাফাত (২/৪৩), রুবেল (২/৪৩), মাশরাফি (২/৪৪) ভাল বল করেন।


এই জয়ের পরে বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।