Sports

Cricket Australia names Tim Paine, Aaron Finch as new captains for England and Zimbabwe tours

Cricket Australia names Tim Paine, Aaron Finch as new captains for England and Zimbabwe tours

Bangladesh Live News | @banglalivenews | 08 May 2018, 09:34 am
ঢাকা, মে ৮ঃ অস্ট্রেলিয়া দেশের নির্বাচকেরা আজ টিম পেইনকে ইংল্যান্ড সফরের জন্য দলের অধিনায়ক হিসেবে বেছেছেন।

অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া দলকে ইংল্যান্ড ও জিম্বাবুয়েতে টি ২০ দলকে নেতৃত্ব দেবেন।

 

অ্যালেক্স ক্যারিকে টি ২০ দলে ওনাকে সহ-অধিনায়ক হিসাবে বাছা হয়েছে।

 

অস্ট্রেলিয়ার নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সফর শুরু হবে এই ইংল্যান্ড সফর থেকে।

 

এই সফরে  ন্যাথান লায়ন ও শন মার্শ একদিনের দলে স্থান পেয়েছেন।

 

আগামী ১৩ জুন লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে এই পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি।

 

নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের  অনুপস্থিতিতে নতুন অস্ট্রেলিয়ার দলে বহু পরিবর্তন আনা হয়েছে।

 

পেইনকে একদিনের দলে জায়গা ও অধিনায়কত্ব দেওয়া হলেও তা বেশিদিনের জন্য না হতে পারে।


নিষিদ্ধ স্টিভেন স্মিথের জায়গায় পেইন দলকে নেতৃত্ব দিচ্ছেন।

 

দুই দলঃ

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), অ্যাশন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হেইজেলউড, ট্র্যাভিস হেড, ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডার্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই।

 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), অ্যাশন অ্যাগার, ট্র্যাভিস হেড, নিক ম্যাডিসন, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডার্চি শর্ট, বিলি স্যান্টলেক, মার্কাস স্টয়নিস, মিচেল সয়েপসন, অ্যান্ড্রু টাই, জ্যাক ওয়াইল্ডারমাথ।