Sports

প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

| | 05 Feb 2015, 06:27 am
মেলবোর্ন, ফেব্রুয়ারি ৫- ব্যাটসম্যানদের ব্যর্থতা মাঝে দ্বিতীয় আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচেও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ।

 অ্যালান বোর্ডার মাঠে বাংলাদেশের ১৯৩রান তাড়া করতে মাত্র ৪৩ অভার এক বল লাগল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ।

অ্যাস্টন টার্নার (৭১), মাইকেল ক্লার্ক (৩৪), জেমস পিয়েরসেনের(২৯, উইল বসিস্টের ২১ আর ম্যাকডারমটের ১৮
, ভর করে খুব বেশি আসুবিধা হয়নি বাংলাদেশের দেওয়া লক্ষ্যে পৌঁছাতে।

চোট সারিয়ে ফিরে আজ প্রথমবার  মাইকেল ক্লার্ক এক প্রকারের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

আল-আমিন হোসেন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলেছেন।

আগে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৯৩ রান।

 নাসির হোসেন সর্বোচ্চ ৫২ রান করেন।

এক সময় ৫৭ রানে পাঁচ উইকেত হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

মাহমুদুল্লাহ (৩৬) ও সাব্বির রহমান (৩৩)র ৬৪ রানের জুটি কিছুটা হলেও স্বাস্তি দেয় এই এশিয়ান দলটিকে।

সব্বির ও মাহমুদুল্লাহর উইকেট তারাতারি পরে যাওয়ায়, ১২১ রানের মাথায় সাত উইকেত হারিয়ে কঠিন অবস্থায় পৌঁছায় বাংলাদেশ।

 নাসির হোসেনের কাঁধে ভর করেই ২০০ র কাছাকাছি শেষ পর্যন্ত স্কোর পৌঁছায় বাংলাদেশের।