Sports

চ্যাম্পিয়ান্স ট্রফি একাদশে জায়গা পেলেন তামিম ইকবাল

চ্যাম্পিয়ান্স ট্রফি একাদশে জায়গা পেলেন তামিম ইকবাল

| | 19 Jun 2017, 11:15 pm
ঢাকা, জুন ২০ঃ চ্যাম্পিয়ান্স ট্রফি না জিতলেও নতুন প্রাপ্তি বেশ কিছু করতে পেরেছে বাংলাদেশ।

প্রথমবারেই সেমি-ফাইনাল খেলা ও তার সাথে আই সি সি এর প্রকাশিত চ্যাম্পিয়ান্স ট্রফির  সেরা একাদশে স্থান করে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।

 


ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের রমিজ রাজাসহ ক্রিকেট পণ্ডিত, সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ডে মিলে এই দল বেছে নিয়েছেন।

 

ভারত-পাকিস্তানের ৭ ক্রিকেটার এই দলে জায়গা করে নিয়েছেন।

 

আর বাংলাদেশ থেকে আছেন তামিম।

 

টুর্নামেন্টে ব্যাট হাতে জ্বলে উথেছিলেন উনি।

 

একাই করেছেন ২৯৩ রান।

 

প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে নিজের ব্যাট দিয়ে করেছেন একটি শতক আর দুটি অর্ধশতক।

 

ভারতের কাছে সেমি-ফাইনালে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

 

ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় রোববার।

 

পাকিস্তান ১৮০ রানে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জেতে।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ দল: শিখর ধাওয়ান (ভারত), ফখর জামান (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান), আদিল রশিদ (ইংল্যান্ড), জুনায়েদ খান (পাকিস্তান), ভুবনেশ্বর কুমার (ভারত), হাসান আলি (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড, দ্বাদশ)।

 

Image: Tamim Iqbal Official Facebook page