Sports

১২৮ রানের লিড নিল বাংলাদেশ

১২৮ রানের লিড নিল বাংলাদেশ

| | 29 Oct 2016, 02:16 pm
ঢাকা, অক্টোবর ২৯- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে, বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ১৫২ রান করেছে।

ইমরুল কায়েস ৮১ বলে ৮টি চারে ৫৯ রানে অপরাজিত থাকার সুবাদে কাল কঠিন লড়াই ইংল্যান্ডের বোলারেরা দেখতে পাবেন বলে আশা করা যায়।


এই মুহূর্তে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের থেকে ১২৮ রানে এগিয়ে আছেন বাংলাদেশ।

 

তামিম (৪০), মুমিনুল (১) ও মাহমুদউল্লাহ (৪৭) এর উইকেটগুলি হারিয়েছে বাংলাদেশ।

 

আনসারি ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন।

 

Image: Wikimedia Commons


এর আগে ইংল্যান্ডের রথ শেষ হয় ২৪৪ রানে।

 

আদিল রশিদ অপরাজিত থাকেন ৪৪ রান করে ও শেষ পর্যন্ত লড়াই দেন বাংলাদেশের বোলারদের বিপক্ষে।

 

ইংল্যান্ডের বাংলাদেশ প্রথম ইনিংসে ২২০ রানের জবাবে ২৪ রানের লিড নেয়।

 

মেহেদী হাসান মিরাজ ৮২ রান দিয়ে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের হয় সেরা বোলিং করেন।

 

অন্যদিকে, আরেক বোলার তাইজুল ৩ উইকেট নেন।