Sports

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

| | 19 Apr 2015, 03:38 pm
ঢাকা, এপ্রিল ১৯- স্বপ্নের বিশ্বকাপের পরে, বাংলদেশের খেলোয়াড়েরা রোববার দেশের মানুষকে পাকিস্তানকে দ্বিতিয় এক দিনের ম্যাচে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়ে উপহার দিয়েছেন।

ষোলো বছর পরে পাকিস্তানকে একদিনের ক্রিকেটে হারানোর কয়েকদিন পরেই আজ নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

 

সিরিজে টানা দ্বিতীয় স্তক করেছেন আজ ওপেনার তামিম ইকবাল।

 

তামিম শেষ পর্যন্ত ১১৬ রানে নট আউট থেকে ম্যাচটি জিততে সাহায্য করেন দলকে।

 

প্রথমে ব্যাট করে পাকিস্তান নিজেদের ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান করে। জবাবে মাত্র ৩৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ২৪০ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

 

সৌম্য সরকার (১৭) ও মাহমুদউল্লাহ (১৭) ফিরে যাওয়ার পরে, ইকবাল ও মুশফিকুর রহিম (৬৫) মিলে তৃতীয় উইকেট জুটিতে ১১৮ রন তোলেন।

 


বোলিং শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরে মাহমুদউল্লাহর উইকেটাই প্রথমবার তুলেছেন পাকিস্তানের স্পিনার সাইদ আজমল।

 

মাহমুদউল্লাহর সাথেও ইকবাল ৭৮ রানের জুটি গড়েছিলেন।

 

শেষে রাহাত আলীর বলে আউট হয়ে ফিরে যাওয়ার পরে, ইকবাল ও সাকিব আল হাসান মিলে জয়ের জন্য অবশিষ্ট রান তুলে নেন।

 

সাকিব আল হাসান অপরাজিত থাকেন ৭ রানে।

 

নিজের দুর্দান্ত ইনিংসে, ইকবাল মেরেছেন ১৭ টি চার ও একটি ছয়।

 

আগে, হারিস সোহেল (৪৪) , সাদ নাসিম (৭৭*) ও ওয়াহাব রিয়াজের (৫১*) ব্যাটে ভর করে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে্য২৩৯ রান তোলেন।

 

সাকিব দুটি উইকেট পেয়েছেন।

 

এই জয়ের সাথে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে ও জিতে নিয়েছে।