Sports

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টঃ শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকল ক্রিকেট প্রেমীরা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টঃ শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকল ক্রিকেট প্রেমীরা

| | 07 Nov 2014, 01:34 am
খুলনা, নভেম্বর ৬- চার দিনের খেলার শেষে, বেশ রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গেছে খুলনা টেস্ট ম্যাছ।

জিম্বাবুয়ের বিপক্ষে, দিনের শেষে  পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান করে খুব খারাপ জায়গায় নেই বাংলাদেশ।  ২৬৬ রানে এগিয়ে আছে আতিথিদের প্রথম ইনিংসের রানের থেকে।

বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ ৬৩ ও শুভাগত হোম চৌধুরী ২৩ রান করে ক্রিজে আছেন।

কালকে সকালে দুজঙ্কেই দ্রুত রান তুলে একটা লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হবে দলকে।

 দ্বিতীয় ইনিংসে, ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে এক সময় বেশ ছাপ্রে পরে গেছিল বাংলাদেশ।

সেই সময় ফিরে গেছেন তামিম ইকবাল (২০), শামসুর রহমান (২৩), মুমিনুল (৫৪), সাকিব আল হাসান (৬) ও মুশফিকুর রহিম (০)। ম্যালকম ওয়ালার চার উইকেট তুলে নিয়ে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিলেন বাংলাদেশকে।

এই সময় ম্যাচে বেশ ভালোভাবে দেশকে ফিরিয়ে আনেন  মাহমুদুল্লাহ  ও চৌধুরী। দুজনে মিলে ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটি গড়েছেন।

মাত্র ৩৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে, জিম্বাবুয়ের প্রথম ইনিংস আজ ৩৬৮ রানে শেষ হয়ে যায়।

দলটি গতকাল ৫ উইকেটে ৩৩১ রান তুলে দিনের খেলা শেষ করেছিল।

 এই ইনিংসে, ৮০ রানে ৫ উইকেট নিয়ে সাকিব বাংলাদেশের বোলাদের  মধ্যে সব থেকে ভালো বল করেছে।

জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা (১৫৮) ও  চাকাবভা (১০১)দুজনেই  শতক করেছেন।