Sports

Human chain formed in demand to make Mortaza a minister in Bangladesh

Human chain formed in demand to make Mortaza a minister in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 05 Jan 2019, 08:40 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ৬: প্রধানমন্ত্রীর ‘হীরের টুকরা’ মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন করেছে নড়াইলবাসী।

 শনিবার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নারী নেত্রী আনজুমানারা, ইসমত আরা, জেলা পরিষদের কাউন্সিলর নাজনীন সুলতানা রোজি, বিপ্লব বিশ্বাস বিলো, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, নড়াইল প্রেসক্লাবের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।


বক্তারা বলেন, রাজনীতির মাঠে নেমেই বিশাল ছক্কা মারলেন এবং জয় ছিনিয়ে নিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। খেলোয়াড় থেকে রাজনীতিবিদ মাশরাফি এখন দেশের সেবা করার জন্য প্রস্তুত। তাকে নিয়ে নুুন স্বপ্ন দেখছে নড়াইলবাসী। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী মাশরাফিকে মন্ত্রীসভায় স্থান দিয়ে আরেকটি উদাহরণ সৃষ্টি করবেন।


তারা বলেন, আওয়ামী লীগ ছাড়াও দলমু নির্বিশেষে মানুষ মাশরাফিকে ভালোবেসে এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের সঙ্গে একাত্ম হয়ে নৌকায় ভোট দিয়েছে। নড়াইলের উন্নয়নে মাশরাফি ব্যাপক ভূমিকা রাখতে পারবে। র্বুমান প্রধানমন্ত্রী তাকে যদি মন্ত্রীত্ব দেন তাহলে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন হবে।