Sports

বাংলাদেশের সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা হল

বাংলাদেশের সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা হল

| | 16 Jun 2017, 09:56 am
মেলবোর্ন, জুন ১৬ঃ আসন্ন বাংলাদেশ সফরের জন্য আজ অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছেন।

আগস্ট-সেপ্টেম্বরে এই দেশের মাটিতে আসবে অস্ট্রেলিয়া।

 

১৩ সদস্যের অস্ট্রেলিয়ান দল ঘোষণা করা হয়েছে।

 

এই সফরে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।

 

আহত মিচেল স্টার্ককে এই দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

 

ওনাকে বিশ্রামে পাঠিয়েছেন অস্ত্রেলিয়ার নির্বাচকেরা।

 

যদিও এই দলে সুযোগ পেয়েছেন জেমস প্যাটিনসন।

 

স্পিনার স্টিভ ও’কিফ এই দলে সুযোগ পাননি।

 

বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারকে এই দলে জায়গা দিয়েছেন নির্বাচকেরা।

 

ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে জানিয়েছেন যে সফরে প্রস্তুতি ম্যাচ হবে ২২-২৩ অগাস্ট, ফতুল্লায়।

 

প্রথম টেস্ট ঢাকায় খেলা হবে ২৭ অগাস্ট।

 

চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর।


অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হেইজেলউড, উসমান খাওয়াজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশ, ম্যাথু ওয়েড

 

Image: Santabanta.com