Sports

পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে

পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে

| | 20 Mar 2015, 02:59 pm
অ্যাডিলেড , মার্চ ২০: পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে শুক্রবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

কোয়ার্টার ফাইনালে মাত্র ২১৩ রানে পাকিস্তানকে শেষ করে দেওয়ার পরে, অস্ট্রেলিয়া ব্যাটসম্যানেরা চার উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারেই ২১৪ রান তুলে নিয়ে ম্যাচ জিতে যায়।

 

মাত্র ৫৯ রানের মাথায় এরোন ফিঞ্চ (২), ডেভিড ওয়ার্নার (২৪) ও মাইকেল ক্লার্ক (৮)কে হারিয়ে সমস্যায় পরেছিল অস্ট্রেলিয়া।

 

পাকিস্তানের ওয়াহাব রিয়াজ দুই উইকেট তোলেন আর সোহেল খান ফিঞ্চকে ফেরানোয় এক সময় সেমি ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিলেন পাকিস্তানি দলের সমর্থকেরা।

 

তবে, স্টিভেন স্মিথ (৬৫) , শেন ওয়াটসন (৬৪*) ও গ্লেন ম্যাক্সওয়েল (৪৪*)মিলে শেষে ম্যাচে আর ফিরতে দেয়নি পাকিস্তানকে।

 

২১৪ রান তুলে, সেমিফাইনালে দলকে পৌঁছে দিয়েছে এই তিন ক্রিকেটার।

 

সেমিফাইনালে তাদের সাথে দেখা হবে বিশ্বকাপজয়ী ভারতের।

 

আগে, জশ হ্যাজেলউড চার উইকেট নিয়ে ধ্বংস করে দেন পাকিস্তানকে।

 

হারিস সোহেলকে (৪১) বাদ দিলে, পাকিস্তানি ব্যাটসম্যানেরা আজ রান করতে পারেনি।

 

শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হকের ওয়ানডে ক্যারিয়ার আজকেই শেষ হয়ে গেল।

 

বিশ্বকাপের আগেই ওনারা বলেছিলেন আর ওনারা ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ খেলবেন না।