Sports

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত

| | 19 Mar 2015, 08:55 am
মেলবোর্ন, মার্চ ১৯- ভারতের হাতে কোয়ার্টার ফাইনালে ১০৯ রানে হেরে বৃহস্পতিবার বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ।

হাজার হাজার দেশের মানুষের স্বপ্ন চূর্ণ করে, ভারতের তোলা ৬ উইকেটে ৩০২ রানের বিশাল রান তারা করতে গিয়ে মাত্র ৪৫ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

 

ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটসম্যানেরা একজনও জ্বলে উঠতে পারেনি।

 

ওপেনার তামিম ইকবাল (২৫) ও ইমরুল কায়েস (৫) ফিরে যাওয়াতে মাত্র ৩৩ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ।

 

সৌম্য সরকার (২৯)-মাহমুদুল্লাহর (২১) জুটি ৪০ রান সংগ্রহ করার পরে আশায় হয়তো বুক বাঁধছিলেন বহু মানুষ তবে সেই মুহূর্তেই উইকেট তুলে আবার ম্যাচে ফিরে আসে ধোনি বাহিনী।

 

মোহাম্মদ শামী মাহমুদুল্লাহকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে বড় রকমের ধাক্কা দেন।

 

সাকিব আল হাসান (১০) ও মুশফিকুর রহিম (২৭) আজকে রান না করতে পারায় সম্পূর্ণভাবে সমস্যায় পরে যায় বাংলাদেশ।

 

শেষে, নাসির হোসেন (৩৫) ও সাব্বির রহমান (৩০) মিলে সপ্তম উইকেটে জুটি বেঁধে ৫০ রান করলেও, আর তারা ম্যাচে ফেরাতে পারেনি নিজেদের দলকে।

 

উমেশ যাদব (৪-৩১), শামী (২-৩৭) ও রবীন্দ্র জাদেজা (২-৪২) মিলে শেষ করে দেন তাদের বিপক্ষ দলকে।

 

আশ্বিন উইকেট না পেলেও নিজের ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়েছেন।

 

রোহিত শর্মার দুর্দান্ত ১৩৭ রানের ইনিংসের উপরে ভর করে ভারত আগে ছয় উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছেন।

 

নিজের ১২৬ বলে ইনিংসে মেরেছেন ১৪টি চার ও তিনটি বিশাল ছক্কা।

 

 

শর্মা ছাড়া সুরেশ রাইনা ৬৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

 

 

এক সময় ১১৫ রানে তিনটি উইকেট হারানোর পরে, এই দুজনে মিলে চতুর্থ উইকেটে জুটি বেঁধে ১২২ রান তোলেন।

 

 

বাংলাদেশের হয়ে তাস্কিন আহমেদ তিনটি উইকেট নেন।

 

 

আগে টস জিতে ভারতের অধিনায়ক এম এস ধোনি ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিলেন।