Sports

ভারতের ঝুলিতে সান্ত্বনার জয়, সিরিজ পেল বাংলাদেশ

ভারতের ঝুলিতে সান্ত্বনার জয়, সিরিজ পেল বাংলাদেশ

| | 24 Jun 2015, 01:33 pm
মিরপুর, জুন ২৪- সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচে ভারতের হাতে ৭৭ রানে আজ হার মেনেছে বাংলাদেশ।

টানা তিনটি সিরিজে সব ম্যাচ জিতে বাংলাওয়াশ করতে পারলো না বাংলাদেশ।

 

প্রথমে ব্যাট করে ভারত ছয় উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে ফেলার পরে, মাত্র ৪৭ ওভারে ২৪০ রানে শেষ হয়ে জায় বাংলাদেশের ইনিংস।

 

বাংলাদেশের ব্যাটসম্যানেরা আজ শুরু পেলেও বড় রান করতে পারেনি।

 

নিয়মিত উইকেট হারানোয় সমস্যা বাড়তে থাকে বাংলাদেশের।


এক সময় ৩৬ রানের ব্যবধানে মধ্যে মুশফিকের রহিম (২৪), লিটন দাস (৩৪) আর সাকিব আল হাসান (২০) ফিরে যাওয়াতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৪৮-৫।

 

পরে ৪৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে জায় ২৪০ রানে।

 

সৌম্য সরকার (৪০), সাব্বির রহমান (৪৩) ও নাসির হসেন (৩২) সকলেই রান পেয়েছেন তবে সেই শুরুটা বড় ইনিংসে পরিবর্তন করতে পারেনি।

 

ভারতের হয়ে তিন উইকেট পেয়েছেন সুরেশ রায়না।

 

আগে, শিখর ধাওয়ান (৭৫) ও এম এস ধোনীর (৬৯) ভর করে ৩১৭ রান বোর্ডে তোলে ভারত।

 

মাশরাফি তিন উইকেট তোলেন ও দুই ম্যাচের নায়ক মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট।

 

আগের দুটি ম্যাচ হারানোয়, বাংলাদেশ এই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে।

 

দেশের মাটিতে টানা ১০টি জয়ের পরে এই প্রথম হারলো বাংলাদেশ।