Sports

ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবেন বলে আশাবাদী নাজমুল হাসান

ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবেন বলে আশাবাদী নাজমুল হাসান

| | 03 Jul 2016, 01:56 pm
ঢাকা, জুলাই ৩-দেশের ফিরে বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন যে উনি আশাবাদী যে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা আছে দলটির।


স্কটল্যান্ডে আইসিসি সভা শেষে আজকেই দেশে ফিরেছেন হাসান।


গত শুক্রবারে ঢাকায় এক রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। পুলিশ ও জঙ্গিদের সংখ্যা ধরলে মোট ২৮ জন এই ঘটনায় নিহত হয়েছেন।


সাংবাদিকদের প্রশ্নে এই হামলার বিষয় হাসান বলেনঃ "“পুরো বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ক্রিকেট এখান থেকে ছাড় পাওয়া কোন সুযোগ নেই। ক্রিকেটবোর্ডের পক্ষ থেকে সমবেদনা জানানোর ভাষাও আমার নেই।"


তবে ইংল্যান্ড দল সফরে আসবে বলে আশাবাদী আছেন হাসান।


ফ্রান্সে জঙ্গি হামলার পরেও সেই দেখে খেলা হয়েছে এই বিষয়টি তুলে ধরে, হাসান বলেনঃ "এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি ইস্যু আছে। আপনারা খেয়াল করবেন প্যারিসে যে আক্রমণ হয়েছে তারপর কিন্তু ওখানে খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে আমি বিশ্বাস করি।"


উনি বলেন ইংল্যান্ড দলের এই দেশে আসতে এখনও তিন মাস বাকি আছে।

 

উনি বলেন ইংল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।