Sports

ফতুল্লা টেস্ট ড্র

ফতুল্লা টেস্ট ড্র

| | 14 Jun 2015, 08:42 am
ঢাকা, জুন ১৪-ফলোঅনে পড়েও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভারতের বিপক্ষে এক মাত্র টেস্ট ম্যাচটিতে ড্র করতে পেরেছে।

আগের দিনের ১১১ রানে তিন উইকেট হারানোর পরে, আজ সকালে রবিচন্দ্রন অশ্বিন আর হরভজন সিংহের দাপটে প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট মুশফিকের দল।



বাংলাদেশের হয়ে সর্বাধিক ইমরুল কায়েস ৭২ রান করেছেন।

 

সৌম্য সরকার (৩৭) ও লিটন দাস (৪৪) গুরুত্বপূর্ণ রান করলেও শেষ পর্যন্ত ফলোঅনের হাত থেকে বাঁচতে পারেনি দল।

 

নিজের প্রথম অন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে দাস বেশ আত্মবিশ্বাসের সাথে খেলছিলেন।

 

তবে, ছয় রানের জন্য ৫০ রান করতে পারলেন না এই তরুণ খেলোয়াড়।

 

অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে।

 


অশ্বিন ৮৭ রান দিয়ে পাঁচ উইকেট তোলেন ও অন্যদিকে সিংহ তিনটি উইকেট পেয়েছেন বাংলাদেশের প্রথম ইনিংসে।

 

তবে, দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার খেলে, বাংলাদেশ ২৩ রান করে।

 

আগে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬২ রান তুলেছিল।

 

বৃষ্টির জন্য এই টেস্ট ম্যাচের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে।