Sports

Let the patients suffering from Dengue get well then the question of hospital bill arises: Mortaza

Let the patients suffering from Dengue get well then the question of hospital bill arises: Mortaza

Bangladesh Live News | @banglalivenews | 09 Aug 2019, 07:24 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৯ : নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ‘সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির’ সভায় যোগদানের আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে  ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন মাশরাফি। পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও খোঁজখবর নেন তিনি।


ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাশরাফি বলেন, ওখুধ ও চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না কেউ। এসব বিষয় পরে ভেবে দেখব আমি। আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আগে আপনারা সুস্থ হোন, তারপর যা হওয়ার হবে।  ডেঙ্গু রোগীরা সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল নিয়ে চিন্তা করব আমরা।


হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে হাসপাতালের চিকিৎসক এবং সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘দেশে  ডেঙ্গু নিয়ে সংকট চলছে। হাসপাতালের অকেজো যন্ত্রপাতিগুলো দ্রুত ঠিক করেন, মানুষের জীবন বাঁচান। যেকোনো মূল্যে  ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাঁচাতে হবে।  ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব’। এর আগে  ডেঙ্গু পরীক্ষার জন্য তিনি নিজ খরচায় ২০০ কিটস দেন।


হাসপাতাল কর্তৃপক্ষকে মাশরাফি বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে বিকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করেন। পাশাপাশি যেসব ওয়ার্ডে যন্ত্রপাতি নেই সেসব যন্ত্রপাতি সরবরাহ করেন।


এছাড়া সভায় হাসপাতালের উন্নয়নের জন্য কি কি করণীয় এবং হাসপাতালের পরিষ্কার-পরিছন্নতাকর্মীসহ জনবল নিয়োগের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাশরাফি।