Sports

ঢাকায় সিরিজ খেলতে এল আফগানিস্তান

ঢাকায় সিরিজ খেলতে এল আফগানিস্তান

| | 21 Sep 2016, 10:14 am
ঢাকা, সেপ্টেম্বর ২১- বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার জন্য এই দেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।

বিকেলসোয়া চারটার দলটি ঢাকায় এসে পৌঁছায়।


১৭ সদস্যের স্কোয়াড এই দেশে বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি একদিনের ম্যাচ।

 

সামিউল্লাহ শেনওয়ারি ও রহমত শাহ ছাড়াও আরেক লেগ স্পিনার  রশিদ খান এই দলে জায়গা করে নিয়েছেন।

 

এই সিরিজের জন্য, আফগানিস্তান দল বাংলাদেশে ১৫ দিনের ক্যাম্প করেছে।

 

ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকেই নিজেদের 'হোম' হিসেবে বেছে নিয়েছে এশিয়ান দলটি।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুর হবে ২৫ সেপ্টেম্বর।

 

এই প্রথমবার বাংলাদেশে দ্বিপাক্ষিক সফর করতে আসেছে আফগানিস্তান।

 

পুরো আফগানিস্তান দল নিচে দেওয়া হলঃআসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, মিরওয়াইস আশরাফ, দওলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, হাশমতউল্লাহ শাহিদি, ফরিদ আহমাদ মালিক, আমির হামজা হোতাক, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিন উল হক, করিম জানাত, শাবির নুরি, ইসহানউল্লাহ জানাত।