Sports

শ্রীলঙ্কাকে ৯০ রানে হারালও বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৯০ রানে হারালও বাংলাদেশ

| | 25 Mar 2017, 12:42 pm
ডাম্বুলা, মার্চ ২৫ঃ ডাম্বুল্লাতে সিরিজের প্রথম একদিনের ম্যাচেই ইতিহাস গড়ল বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে, বিদেশের মাটিতেও একদিনের সিরিজে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ।

 

দুর্দান্ত ব্যাটিং, দারুণ বোলিং আর উদ্দীপ্ত ফিল্ডিং, সবরকমভাবে আজ জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ।


প্রথম ব্যাট করে পাছ উইকেট হারিয়ে ৩২৪ রান তোলার পরে, বাংলাদেশের বোলারেরা শ্রীলঙ্কার ইনিংস বেঁধে দেন ২৩৪ রানে।

 

৪৫.১ ওভারে ২৩৪ রানে শেষ হয় যায় শ্রীলঙ্কার ইনিংস।

 

আজ জয়ের নায়ক ছিলেন তামিম। ১২৭ রানের ঝকঝকে ইনিংসটি উপহার দিয়েছেন বাংলাদেশকে।

 

মেরেছেন ১৫ চার ও একটি ছক্কা।

 

ওনার পাশাপাশি সাকিব আল হাসান করেছেন ৭২ ও সাব্বির রহমান করেছেন ৫৪।

 

তামিম-সাকিবের ১৪৪ রানের জুটি এক কথায় ম্যাচে বাংলাদেশকে শক্ত জায়গা করে নিতে সাহাজ্য করে।

 

পরে ৩২৫ রান তাড়া করতে নেমে, শ্রীলঙ্কার হয়ে রান করেন চন্ডীমাল (৫৯) ও পেরেরা (৫৫)।

 

মুস্তাফিজ তিনটি উইকেট নেন।

 

Image: BCB Twitter page