Sports

পাকিস্তানের টেস্ট দলের অধিয়ায়ক হলেন সরফরাজ আহমেদ

পাকিস্তানের টেস্ট দলের অধিয়ায়ক হলেন সরফরাজ আহমেদ

| | 06 Jul 2017, 02:05 am
ইসলামাবাদ, জুলাই ৬ঃ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সরফরাজ আহমেদ।

উনি হলেন চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন অধিনায়ক।

 

একদিন ও টি ২০ দলের অধিনায়ক হিসেবে উনি বহুদিন সামলাচ্ছেন।

 

পিসিবি প্রধান শাহরিয়ার খান মঙ্গলবার এই অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছিলেন।

 

আহমেদ ওনার প্রস্তাব গ্রহণ করেন।

 

এই মুহূর্তে ক্রিকেটের তিন সংস্করণেই আহমেদ অধিনায়কত্ব করবেন দলের।

 

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শহিদ আফ্রিদি পদ ছাড়লে সেই স্থানে অধিনায়ক হল আহমেদ।

 

আজহার আলি ওয়ানডের নেতৃত্ব ছাড়ার পরে আবার আহমেদ সেই পদে যোগ দেন।

 

আহমেদের আগে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মিসবাহ-উল-হক।

 

৫৬ টেস্টে উনি দেশকে অধিনায়কত্ব দিয়েছিলেন।

 

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে উনি ক্রিকেট থেকে অবসর নেন।

 

সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান গত মাসে চ্যাম্পিয়ান্স ট্রফি জেতে।

 

Image: PCB Official Twitter page