Sports

৩০৩ রানে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে নিউ জিল্যাণ্ড

৩০৩ রানে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে নিউ জিল্যাণ্ড

| | 14 Jan 2017, 06:30 am
ওয়েলিংটন, জানুয়ারি ১৪ঃ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের ৫৯৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে ফেলেছে নিউ জিল্যান্ড।

টম ল্যাথামের ষষ্ঠ শতকের উপরে ভর করেই লড়াই চালিয়ে যাচ্ছে নিউ জিল্যান্ড দল।

 

২২২ বল খেলে টম করেছেন ১১৯ রান।

 

অপরাজিত আছেন ও আগামীকাল আবার মাঠে নামবেন নিজের দলকে শক্তিশালী জায়গায় পৌঁছানর উদ্দেশ্যে।

 

নিজের ইনিংসে মেরেছেন ১৩ চার।

 

হেনরি নিকোলস ৩৫ রানে ওনার সাথে অপর প্রান্তে ব্যাট করছেন।

 

দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে করে ফেলেছেন ৮৭ রান।

 

কেন উইলিয়ামসন (৫৩) ও রস টেইলর (৪০) শুরুটা ভালো করলেও, বড় রান করতে পারেনি।

 

ইসলাম রাব্বি বাংলাদেশের হয় দুটি উইকেট নেন।

 

প্রথম ইনিংসে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ৫৯৫ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।

 

এই মুহূর্তে ৩০৩ রান পিছিয়ে আছে নিউ জিল্যান্ড।