Sports

ফাইনালঃ কাল মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ - ইংল্যান্ড

ফাইনালঃ কাল মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ - ইংল্যান্ড

| | 02 Apr 2016, 12:12 pm
কলকাতা, এপ্রিল ২- আগামীকাল ভারতের ইডেন গার্ডেনসের মাঠে টি ২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

দুই দল বেশ জোরদার অনুশীলন করছেন।

 

১৯৭৯ বিশ্বকাপের ফাইনালেও লড়াই করেছিল এই দুই দেশ। তবে শেষ হাসি হেসেছিল ওয়েস্ট ইন্ডিজ।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০০৪ সালেও শেষ পর্যন্ত  ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

 

তবে যে দল জিতবে সেই এই ট্রফি দ্বিতীয়বারের জন্য দেশে নিয়ে যাবে।

 

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ডের।  প্রথম বিশ্ব শিরোপা জিতেছিল এই দেশ।

 

২০১২ জেতার পরে, ড্যারেন স্যামির হাতে আবার সুযোগ আছে নিজের দলকে টি  ২০ বিশ্বকাপ জেতানোর।

 

ক্রিস গেইল থেকে শুরু করে কার্লোস ব্র্যাথওয়েট, ট্রফি জেতার জন্য যা চাই সব আছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

 

মর্গ্যানের ইংল্যান্ড বেশ দুর্দান্ত খেলেই ফাইনালে পৌঁছেছেন।

 

মইন আলি, আদিল রশিদ পর্যন্ত সবাই একা হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

 

এই টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে এখন অঙ্ক কি দাঁড়ায় তা দেখার জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব।