Sports

Mortaza to contest polls

Mortaza to contest polls

Bangladesh Live News | @banglalivenews | 29 May 2018, 01:10 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৯ : বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় নির্বাচনে প্রাার্থী হবেন।

মঙ্গলবার (২৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

তিনি আরও বলেন, ‘ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের একটি আসন থেকে প্রার্থী হবেন। চাইলে ক্রিকেটার সাকিব আল হাসানও নির্বাচন করতে পারেন।’


তিনি (মাশরাফি) কোন্ দলের হয়ে নির্বাচন করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘মাশরাফি যে দলের হয়েই নির্বাচন করুক না কেন, সে ভালো মানুষ। আপনারা তাকে ভোট দেবেন কেউ যদি ওই এলাকার ভোটার হন।’

 


এর আগে এনইসি মিলনায়তনে একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ১৩টি প্রকল্প অনুমোদন হয়েছে।

 

এই ১৩ প্রকল্পে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫১৮ কোটি টাকা।

 

বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

Image: Wikimedia Commons