Sports

Mustifiz can't leave for two years

Mustifiz can't leave for two years

Bangladesh Live News | @banglalivenews | 23 Jul 2018, 07:50 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৩: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে বারবার চোট বাধানোয় মোস্তাফিজুর রহমানের ওপর বেশ বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আগামী দুই বছর তাই এই বাঁহাতি পেসারকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখতে চান না তিনি।

 

এবার আইপিএল থেকে নিয়ে ফেরা চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মোস্তাফিজ।

 

বাইরে থাকতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও।

 

এর আগে ২০১৬ আইপিএল থেকেও এই বাঁহাতি পেসার ফিরেছিলেন হালকা চোট নিয়ে।

 

পরে সেবারই ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়ে চোট পান কাঁধে।

 

বড়সড় অস্ত্রোপচার হয় তার কাঁধে, যেটির ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি এখনও।


সব মিলিয়ে বেশ চটেছেন নাজমুল হাসান। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের খেলা নিয়ে নিজের ভাবনা এই বাঁহাতি পেসারকে জানিয়েও দিয়েছেন তিনি।

 

মোস্তাফিজ এসে শুরুতে অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল।

 

এখন বারবার ইনজুরিতে পড়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ও বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরড হচ্ছে, আর দেশকে সার্ভিস দিতে পাচ্ছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তিনি বলেন, ‘আমাদের বোর্ড তার সেবা শুশ্রুষা করবে, ভালো করবে, আবার সে ওখানে ওদের জন্য খেলতে গিয়ে জাতীয় দলে খেলবে না, আবার আমরা ওকে ঠিক করব, এটা হয় না। জানিনা শেষ পর্যন্ত কি হবে, তবে আমি ওকে বলে দিয়েছি, আগামী দুই বছর ওর বাইরে যাওয়া ঠিক হবে না।’

 

Image: Wikimedia Commons