Sports

প্রথম ইনিংসে ৪৩৩ তুলে বাংলাদেশ প্রায় চালকের আসনে

প্রথম ইনিংসে ৪৩৩ তুলে বাংলাদেশ প্রায় চালকের আসনে

| | 04 Nov 2014, 11:14 am
খুলনা, নভেম্বর ৪- ৪৩৩ রানের পাহাড় সমান রান স্কোরবোর্ডে তোলার পরে, বাংলাদেশের বোলারেরা মঙ্গলবার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে জিম্বাবুয়ের একটি উইকেট তুলে ফেলেছেন।

 জিম্বাবুয়ে সিকান্দার রাজা (১১) উইকেটটি হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছেন দিনের শেষে।

ব্রায়ান চারি (২১) ও হ্যামিল্টন মাসাকাদজা (১৫) দিনের শেষে অপরাজিত ছিলেন ও কাল আবার মাঠে নামবেন বাংলাদেশকে শক্ত জবাব দেওয়ার লক্ষ্যে।

তবে জিম্বাবুয়ে এখনও ৩৮০ রান পিছিয়ে আছে।

 ৩ উইকেটে ১৯৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ খুব সুন্দরভাবে  নিজেদের প্রথম ইনিংসটি গড়ে তুলেছিল।

তামিম ইকবালে (১০৯) ও সাকিব আল হাসান (১৩৭) দুর্দান্ত ইনিংস খেলেছেন।

৩৩২ বল খেলে তামিম তাঁর ইনিংসে ১০ টি চার মেরেছেন।

অন্যদিকে, সাকিবের ১৮০ বলের ঝোড়ো ইনিংসে ছিল ১৮ টি চার ও দুইটি ছয়।

দুইজন মিলে চার নম্বর উইকেটের পার্টনারশিপে ১৩২ রান তুলেছেন।

মাহমুদউল্লাহর (৫৬) সাথে ৯৫ রান ও মুমিনুলের (৩৫) সাথে ৭২ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি বেধেছিলেন তামিম।

অষ্টম উইকেটে ৪৩ রানের জুটি গড়ে, তাইজুল ইসলাম (৩২)ও শাহাদাত হোসেন (১৮) বাংলাদেশের স্কোর ৪০০ ওপরে তোলেন।

তবে এই দুজন আউট হয়ে যাওয়ার পরে আর খুব বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংসটি।

টিনাশে পানিয়াঙ্গারা, চাটারা ও ওয়ালার জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট তোলেন।