Sports

 হাফিজের শতকে সমস্যায় বাংলাদেশ

হাফিজের শতকে সমস্যায় বাংলাদেশ

| | 29 Apr 2015, 02:47 pm
খুলনা, এপ্রিল ২৯- মোহাম্মদ হাফিজ (১৩৭) ও আজহার আলি (৬৫)র ইনিংসের সুবাধে, দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের বিরদ্ধে পাকিস্তান ১ উইকেটে হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে।

ব্যাটিং ও বোলিং বিপর্যয়ের ফলে আজ দিনের শেষে বেশ সমস্যায় পড়েছে বাংলাদেশ।

 

হাফিজ আজ পাকিস্তানকে নিজের ১৭৯ বল খেলা ইনিংসের সুবাধে বেশ ভাল জায়গায় পৌঁছে দিয়েছে।

 

উনি মেরেছেন ১২টি চার ও ৩টি ছক্কা।

 

হাফিজ ও আলি মিলে প্রথম উইকেট জুটিতে ১৭৭ রান গড়ে অপরাজিত আছেন।

 

বাংলাদেশের বোলালেরা আজকের দিনে খুব ভাল ফল না করতে পারলেও তাইজুল ইসলাম একমাত্র একটি উইকেট তুলেছেন।

 

সামি আসলাম (২০)-এর উইকেটটি তুলেছেন ইসলাম।

 

দিনের শেষে বাংলাদেশের থেকে ১০৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

 

আগে, ২৭ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৩৩২ রানে আল আউট হয়ে যায় বাংলাদেশ।

 

প্রথম দিনে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ চার উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছিল।

 

মুমিনুল হক বাংলাদেশের হয়ে ৮০ রান করেন। ওয়াহাব ও ইয়াসির পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট তুলেছেন।