Sports

সেমি ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নের যাত্রা শেষ হল বাংলাদেশের

সেমি ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নের যাত্রা শেষ হল বাংলাদেশের

| | 15 Jun 2017, 12:47 pm
ঢাকা, জুন ১৫ঃ শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ান্স ট্রফির সেওপ্নের সফর।

প্রায় এক তরফা ম্যাচে, ভারতের কাছে নয় উইকেটে সেমি-ফাইনাল ম্যাচে হেরে গেছে বাংলাদেশ।

 

প্রথমে সাত উইকেট হারিয়ে ২৬৪ রান করেছিল ভারত।

 

এজবাস্টনে ৯ উইকেটের জয়ে ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত আর সেখানে মুখোমুখি হবে পাকিস্তানের সাথে।

 

বাংলাদেশ আজ শুরুতে উইকেট হারিয়েও, একটা শক্ত জুটি গড়ে ফিরছিল ম্যাচে।

 

তবে, ভারতের বোলারেরা শেষ দিকে সব হিসেব পাল্টে দেয়।

 

রোহিত শর্মা আজ আবার একবার ব্যাট হাতে জ্বলে ওঠেন।

 

১২৯ বলে অপরাজিত ১২৩। ইনিংসটি  মনে হাকবে সকলের।

 

৭৮ বলে অপরাজিত ৯৬ রান করে ভারতের অধিনায়ক কোহলি একটুর জন্য ১০০ রান ক্করতে পারলেন না।

 

শিখর ধাওয়ান ৪৬ রান করেন।

 

মাশরাফি ওনার উইকেট তোলেন।

 

তবে দ্বিতীয় উইকেটে জুটিতে কোহলি ও শর্মা মিলে ১৭৮ রান করে প্রায় ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেন।


বাংলাদেশের বোলারেরা সফল না হলেও, অধিনায়ক  মাশরাফি আজ বেশ ভালো মেজাজে ছিলেন।

 

নিজের আট ওভারে ২৯ রান দিয়ে তোলেন একটি উইকেট।

 

তামিম (৭০) ও মুশফিকুর রহিমের (৬১) ১২৩ রানের জুটি আজকে বাংলাদেশকে আশার আলো দেয়।

 

তবে, ভারতর বোলারেরা দুরদান্তভাবে ফিরে এসে বাংলাদেশকে বেঁধে দেন ২৬৪ রানে।

 

প্রসঙ্গত, এক সময় মনে হয়েছিল বাংলাদেশ ৩০০ এর উপরে রান করবেন।

 

ভুবনেশ্বর (২/৫৩), বুমরাহ (২/৪০) ও যাদব (২/২২) উইকেট পান।

 

হারের মাঝেও বাংলাদেশের এই টুর্নামেন্ট থেকে জয় এসেছে।

 

সেমি-ফাইনাল এর মঞ্চে পৌঁছে আবার একবার তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা এখন শক্তিশালী দলের বিরুদ্ধে সমানভাবে লড়তে পারেন।


বিশ্বকাপের পরে এই টুর্নামেন্টের ও গ্রুপ পর্যায়ে থেকে বেরিয়ে এসে লড়েছেন বাংলাদেশ।

 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এর মত দলগুলি এইবার গ্রুপ স্তর থেকেই ছিটকে গেছে।

 

Image: ICC Twitter page