Sports

সাকিব ঝড়ে উরে গেল জিম্বাবুয়ে, বাংলাদেশ জিতল দ্বিতীয় টেস্ট ও সিরিজ

সাকিব ঝড়ে উরে গেল জিম্বাবুয়ে, বাংলাদেশ জিতল দ্বিতীয় টেস্ট ও সিরিজ

| | 07 Nov 2014, 12:22 pm
খুলনা, নভেম্বর ৭- সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং ও ব্যাটিংএর হাত ধরে বাংলাদেশ শুক্রবার জিম্বাবুয়েকে দ্বিতীয় টেস্ট ম্যাচে ১৬২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে।

 পাঁচ উইকেট তুলে নিয়ে সাকিব প্রায় আকা হাতেই  জিম্বাবুয়ে দলকে শেষ করে দিয়েছেন।

তিনশো তেরো রানের লক্ষ্য তারা কোর্টে নেমে, ম্যাচটিকে বাঁচানোর জন্য অতিথিদের সারা দিন ব্যাট করা প্রয়োজন ছিল।
 
 তবে সাকিব আর তাইজুল ইসলামের আক্রমণের সামনে  জিম্বাবুয়ে বেশিক্ষণ পারেনি তাদের উইকেটগুলি বাছিয়ে রাখতে।

তাইজুল তিনুইকেত তুলেছে ম্যাচটিতে।

রেগিস চাকাবভা (২৭), হ্যামিল্টন মাসাকাদজা (৬৭) ও ক্রেইগ আরভিন (২১) ছাড়া একজন

জিম্বাবুয়ে ব্যাটসম্যানও সেরম বলবার মতন কিছু করতে পারেনি।

রেগিস চাকাবভাকে ও হ্যামিল্টন মাসাকাদজা মিলে কিছুক্ষণ তাদের চার নম্বর উইকেতের জুটিতে ৭০ রান যোগ করে বাংলাদেশি বোলারদের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। ১৫১ রানে শেষ হয়ে যায়  জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস।

গতকাল পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান তোলার পরে আজ বাংলাদেশ ব্যাটসম্যানেরা ২৪৮ রনে নয় উইকেট হারানর পরে  দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন।

বাকি আছে আরেক্তি টেস্ট, তবে তাঁর আগেই বহু দিন পরে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটারেরা আনন্দ দিলেন তাদের ভক্তদের।

সাকিব একই টেস্ট ম্যাচে   শতরান ও দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেছেন।

মাত্র ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খান আগে এই কৃতিত্ব করেছেন।