Sports

তিন যোদ্ধার হাত ধরে টেস্টে ফিরল বাংলাদেশ

তিন যোদ্ধার হাত ধরে টেস্টে ফিরল বাংলাদেশ

| | 11 Feb 2017, 08:54 am
হায়দরাবাদ, ফেব্রুয়ারি ১১ঃ ভারতের মাটিতে বেশ শক্তভাবে লড়ছেন তিন বাংলাদেশি ব্যাটসম্যানেরা।

শনিবার এক্তা সময় জখন লেগেছিল, বাংলাদেশ বেশিক্ষণ দাঁড়াতে পারবে না ভারতের বোলিং শক্তির সামনে, সেই খান থেকে দারুণভাবে ফিরে এসেছে এই দেশের তরুণেরা।

 

মেহেদী হাসান মিরাজ আজ হয় উঠেছেন ভারতের কাছে বিস্ময় ক্রিকেটার।

 

৫১ রান করে। ক্রিজ আগলে বসে আছেন এই খেলোয়াড়।

 

১০৩ বলে দিনশেষে অপরাজিত ৫১ রানটির ইনিংস খুব গুরুত্বপূর্ণ।

 

অন্যদিকে, মুশফিকুর রহিমের (৮১*) সাথে  অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে ৬ উইকেটে ৩২২ রান তুলেছেন বাংলাদেশ।

 

লড়াই দিয়েছেন ভারতের বোলারদের।

 

আরও ১৬৬ রান দরকার হবে ফলোঅন এড়াতে।

 

১০৯ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ এক্তা সময় কঠিন অবস্থার সামনে ছিল।

 

সেইখান থেকে দলকে তুলে ধরেছেন সাকিব (৮২),মুশফিকুর ও পরে মিরাজ।

 

সারাদিন ধরে ক্রিজে থেকে অনেকটাই খেলার নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশ।

 

মিরাজ নিজের ইনিংসে মেরেছেন ১০ টি চার।

 

টেস্টের দ্বিতীয় দিনে, অধিনায়ক ভিরাট কোহলীর ২০৪ রানের ইনিংসের উপরে ভর করে ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রান তুলেছেন।

 

সেই স্কোরেই ডেক্লায়ার করে ভারত।