Sports

বিশ্বকাপের পরে আর ওয়ানডে খেলবেন না শহীদ আফ্রিদি

বিশ্বকাপের পরে আর ওয়ানডে খেলবেন না শহীদ আফ্রিদি

| | 21 Dec 2014, 01:52 pm
ইসলামাবাদ, ডিসেম্বর ২১- পাকিস্তানের ৩৪ বছর বয়সী অলরাউন্ডার শহীদ আফ্রিদি রোববার জানিয়েছেন যে উনি আগামী বছরের বিশ্বকাপের পরে আর ওয়ানডে খেলবেন না।

অবসর নেওয়ার বিষয় এই ক্রিকেটার আজ টুইট করেছেনঃ "আমার ওয়ানডে ক্রিকেটের জীবনে সব সময় সমর্থন করবার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই... এটা আমার জন্য অনেক পাওয়া। ড্ড ভালোবাসি।"

 

উনি আরও লেখেনঃ "অনেক উত্থান-পতন ছিল আমার যাত্রায়। তবে আমি সন্তুষ্ট। কারণ, নিজের মতো করে বিদায় নিতে পারছি।"

 

১৯৯৬ সালে অভিষেকের প্র থেকে, আফ্রিদি আজ পর্যন্ত ৩৮৯টি ওয়ানডে ম্যাচে খেলেছেন।

 

মোট ৭৮৭০ রানের মালিক এই খেলোয়াড় বল হাতে ৩৯১টি উইকেট নিয়েছেন।

 

উনি বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। 

 

ছবি- উইকিমিডিয়া কমন্স