Sports

ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন কুক

ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন কুক

| | 06 Feb 2017, 10:15 am
লন্ডন, ফেব্রুয়ারি ৬ঃ ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার অ্যালেস্টার কুক সোমবার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে, উনি দেশের জন্য খেলা চালিয়ে যাবেন।

 

২০১২ সাল থেকে নেতৃত্ব নেওয়ার পর থেকে উনি ৫৯টি টেস্টে ইংল্যান্ড দলকে নিয়ে মাঠে নেমেছেন।

 

উনি নিজের দেশকে নেতৃত্ব দিয়ে ২০১৩ ও ২০১৫ সালে অ্যাশেজ সিরিজ জয় করান।

 

দক্ষিণ আফ্রিকা ও ভারতেও উনি দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতান।

 

২০১০ থেকে ২০১৪ পর্যন্ত, উনি ওয়ানডেতেও ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেন।

 

ইসিবি নিজের ওয়েবসাইটে জানিয়েছেন যে কুকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

 

তবে, এখনও নতুন অধিনায়কের নাম প্রকাশ করা হয়নি।

 

ইসিবি ওয়েবসাইটে, কুক বলেছেনঃ "ইংল্যান্ডের অধিনায়ক হওয়া আর পাঁচ বছরের বেশি সময় ধরে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া অনেক সম্মানের।"

 

সম্প্রতি, ওনার নেতৃত্বে, বাংলাদেশ ও ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল।

 

ভারতে ৪-০ ব্যবধানে ইংল্যান্ড সিরিজ হারায়।

 

Image: Wikimedia Commons