Sports

পাকিস্তানকে ১৬ বছর পরে হারালো বাংলাদেশ

পাকিস্তানকে ১৬ বছর পরে হারালো বাংলাদেশ

| | 17 Apr 2015, 04:24 pm
মিরপুর, এপ্রিল ১৭- ১৯৯৯ সালের পরে, আবার একবার পাকিস্তানকে ওয়ানডেতে আজ হারাতে সফল হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকের সুবাধে, বাংলাদেশ আজ ৭৯ রানে পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে।

 

টস জিতে, প্রথমে ব্যাট করে বাংলাদেশ আগে ছয় উইকেত হারিয়ে ৩২৯ রান করে।

 

জবাবে ৪৫।২ ওভারে, ২৫০ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

 

তামিমের ১৩৫ বলে ১৩২ আর মুশফিকের মাত্র ৭৭ বলে ১০৬ রানের দুটি ইনিংস, বাংলাদেশকে এই বিশাল স্কোর বোর্ডে তুলতে সুবিধা করে।

 

দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৭৮ রানের জুটি গড়েছিলেন।

 

মুশফিকের নিজের ঝোড়ো ইনিংসে মেরেছেন ১৩ টি চার ও দুটি ছয়।

 

অন্যদিকে, তামিম মারেন ১৫ টা চার ও তিনটি ছক্কা।

 

৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, পাকিস্তান প্রথমে শুরুতেই ৫৩ রান তুলে ফেলে।

 

অধিনায়ক আজহার আলী (৭২) ও সরফরাজ আহমেদ (২৪) মিলে দারুন শুরু করেছিলেন। তবে আহমেদের উইকেট তুলে আরাফাত সানি পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন।

 

চার রান করে ফিরে যান মোহাম্মদ হাফিজ।

 

আজহার ও হারিস সোহেল (৫১) মিলে তৃতীয় উইকেটে ৮৯ রান তোলেন।

 

পরে তাসকিন আহমেদ দুজনের উইকেট তুলে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনে।

 

মোহাম্মদ রিজওয়ান (৬৭) বাদ দিলে আর কেউ সেরকম সফল হতে পারেনি।

 

তাসকিন আর সানি তিনটি করে উইকেত তুলেছে।

 

জেতার ফলে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

 

শেষ ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে ওয়ানডেতে হারিয়েছিল।