Sports

১ পয়েন্ট ঘরে তুলে ফেলল বাংলাদেশ

১ পয়েন্ট ঘরে তুলে ফেলল বাংলাদেশ

| | 05 Jun 2017, 10:43 pm
এজবাস্টন, জুন ৬ঃ বৃষ্টির জন্য সোমবার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ স্তরের একটি ম্যাচ ভেস্তে গেছে সোমবার।

তবে, এই ম্যাচ ভেস্তে যাওয়ায় খুশির খবর এসেছে বাংলাদেশ শিবিরে।

 

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও। এই ম্যাচ প্রায় হেরে জেতে জেতে ভেস্তে গিয়ে এক পয়েন্ট ঘরে তুলেছেন বাংলাদেশের ছেলেরা।

 

এই ১ পয়েন্টের জড়েই  এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকলো বাংলাদেশ।

 

দুই ম্যাচ মিলিয়ে এখন বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট।

 

তবে, অস্ট্রেলিয়ার জন্য সংবাদটি সুবিধার না।

 

গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বৃষ্টির ফলে ভেস্তে যায় খেলা।

 

আর আজকেও এক ফল হওয়ায়, অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন দুই ম্যাচে দুই পয়েন্ট।

 

ইংল্যান্ডের মুখোমুখি হবে এই বার বিশ্ব চ্যাম্পিয়ানরা।

 

তবে, আজকে বাংলাদেশের ব্যাটিং খুব একটা আশার আলো জাগাতে পারেনি।

 

তামিম একাই করলেন ৯৫ রান।

 

তবে আর কেউ দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান বোলারদের সামনে।

 

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় শেষ হয় যায় ইনিংসটি। সংরহ করেন মাত্র ১৮২ রান।

 

তামিম নিজের ইনিংসে মেরেছেন  ৬ চার ও ৩ ছক্কা।

 

স্টার্ক ২৯ রান দিয়ে চার উইকেট তোলেন।

 

খেলতে নেমে, ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান করে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা।

 

আর চার ওভার হলেই, ম্যাচের ফল অন্য হত।

 

ম্যাচ জেতার হলে, ২০ ওভারে অস্ত্রেলিয়ার প্রয়োজন ছিল ১ উইকেটই থাকলে ২০ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৮ রান, ২ উইকেট হারালে ৫৮, তিন উইকেট হারালে ৬৯।

 

তবে বৃষ্টির ফলে শেষ পর্যন্ত ম্যাচ আতিল হয় যায়।

 

ফিঞ্চ (১৯) এর উইকেট হারালেও, ওয়ার্নার (৪০*) ও স্মিথ (২২*) শেষ পর্যন্ত ছিলেন।

 

Image: ICC