Sports

প্রথম টেস্টঃ চাপে বাংলাদেশ

প্রথম টেস্টঃ চাপে বাংলাদেশ

| | 22 Oct 2016, 01:09 pm
চট্টগ্রাম, অক্টোবর ২২- শনিবারের খেলার শেষে ইংল্যান্ড প্রথম টেস্টে আট উইকেট হারিয়ে ২২৮ রান করেছে, দেশের দলের থেকে ২৭৩ রান এগিয়ে।

প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৪৫ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড।

 

একটা সময় দ্বিতীয় ইনিংসে, ইংল্যান্ড ৫ উইকেটে ৬২ অবস্থায় পৌঁছে গেলেও, পরে, নজর কারেন বেন স্টোকস  (৮৫) ও জনি বেয়ারস্টোর (৪৭)।

 

দুজনে মিলে ১২৭ রানের জুটি গড়ে, বাংলাদেশকে বেশ চাপে ফেলে দেন দুজনে।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরদান্তভাবে ঘুরে দাঁড়াতে এক কথায় পারেনি বাংলাদেশ।

 

তবে শেষের দিকে দুজনের উইকেট হারায় ইংল্যান্ড।

 

শেষ পর্যন্ত দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২২৮ রান করে বিদেশী দলটি।

 

স্টোকস  নিজের ইনিংসে মারেন ছয়টি চার ও তিনটি ছক্কা।

 

বাংলাদেশের হয় শ্রেষ্ঠ বোলিং করেন সাকিব আল হাসান।

 

৭৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন উনি।

 

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে, বাঙ্গালদেশের প্রথম ইনিংস শেষ হয় যায় ২৪৮ রানে।

 

বাংলাদেশের হয় সর্বাধিক রান করেন তামিম ইকবাল (৭৮)।

 


স্টোকস চার উইকেট নিয়ে শেষ করে দেন এই দেশের দলটিকে।

 

Image: Wikimedia Commons