Sports

পারলো না বাংলাদেশ, ভারতের কাচে ১ রানে হার

পারলো না বাংলাদেশ, ভারতের কাচে ১ রানে হার

| | 23 Mar 2016, 01:32 pm
বেঙ্গালুরু, মার্চ ২৩- দুর্দান্ত এক লড়াইয়ের শেষে মাত্র এক রানে ভারতের হাতে বুধবার টি ২০ বিশ্বকাপের গ্রুপ লীগের স্তরের ম্যাচে হার মানতে হল বাংলাদেশের খেলোয়াড়দের।

হার্দিক পান্ডিয়ার সেশ ওভারটি পুরো ম্যাচের রঙ পাল্টে দিয়ে চলে গেল।

 

শেষ ওভারে ১০ রান দরকার হলে, বাংলাদেশের মুশফিকুর রহিম (১১) দুটি চার মেরে চাপে ফেলে দেয় ভারতকে। তবে তারপরেই পরপর দুই বলে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ( ১৮) ফিরিয়ে দিয়ে মাচে ফিরে আসে ভারত।

 

শেষ বলে ২ রান বাকি থাকতে, চাপের মুখে মুস্তাফিজ (০) রান আউট হয়ে গিয়ে ম্যাচ জিতে নেয় মহেন্দ্র সিংহ ধোনীর দল।

 

টস জিতে ভারতকে ব্যাত করতে দেওয়ায় প্রথমে তারা সাত উইকেট হারিয়ে ১৪৬ রান করেন। ১৪৭ রান তারা করতে নেমে, নয় উইকেট হারিয়ে বাংলাদেশ করেন ১৪৫ রান।

 

তামিম ইকবাল (৩২ বলে ৩৫ রান) শুরুটা ভাল করেছিলেন তবে রবিন্দ্র জাদেজার বলে স্টাম্পড হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ভারত ম্যাচে ফিরতে থাকে।

 

সাব্বির রহমান (১৫ বলে ২৬ রান), সাকিব আল হাসান (১৫ বলে ২২) ও সৌম্য সরকার (২১ বলে ২১ রান) কিছু  গুরুত্বপূর্ণ রান করেন।

 

তবে ভারতীয় বোলারেরা বেশ ভাল বোলিং করে পাল্লা দিতে থাকে বাংলাদেশের ব্যাটিং শক্তিকে।

 

ভারতের হয়ে পান্ডিয়া, আশ্বিন ও জাদেজা দুটি করে উইকেট নেন।

 

ধাওয়ান (২৩), কোহলি (২৪) ও রায়না (৩০) দের উপরে ভর করে ভারত আগে ১৪৭ রান করে।

 

এই হারের সাথে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেল। ভারত সেমি ফাইনালে যাওয়ায় পথ খুলে রাখলও।