Sports

নিউ জিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফিতে টিকে থাকলো বাংলাদেশ

নিউ জিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফিতে টিকে থাকলো বাংলাদেশ

| | 09 Jun 2017, 02:16 pm
কার্ডিফ, জুন ৯ঃ ইংল্যান্ডের মাঠে আজ এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের খেলোয়াড়েরা।

আর এই ইতিহাস গড়া হল চ্যাম্পিয়ান্স ট্রফির মঞ্চে।

 

নিউ জিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে, এই টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছানোর রাস্তা খুলে রাখল বাংলাদেশ।

 

প্রথমে নিউ জিল্যান্ড ব্যাট করে আট উইকেট হারিয়েত২৬৮ রান করে।

 

গাপটিল (৩৩), উইলিয়ামসন (৫৭), টেইলর (৬৩) ও ব্রুম (৩৬) এর ব্যাটের উপরে ভর করেই এই রানে পৌঁছায় নিউ জিল্যান্ড।

 

তবে, বাংলাদেশের বোলারেরা বেশ ভালো বল করেছেন আজ।

 

মোসাদ্দেক নিজে তিন উইকেট নেন।

 

ব্যাট হাতে প্রথমে সমস্যায় পরে বাংলাদেশ।

 

মাত্র ৩৩ রান বোর্ডে রেখে, চার উইকেট হারিয়ে ফেলেছিল।

 

তামিম (০), সৌম্য (৩), সাব্বির (৮) ও মুশফিক (১৪), সবাই ফিরে যান।

 

ম্যাচে বেশ, জাকিয়ে বসেছিল নিউ জিল্যান্ড।

 

এমন সময়, সাকিব (১১৪) ও মাহমুদউল্লাহ (১০২*) মাঠে নামেন।

 

দুজনে মিলে নায়কের মত খেলার মোড় পালতে দেন।

 

দুই ব্যাটসম্যানেরা মিলে পঞ্চম উইকেট জুটিতে ২২৪ রান করেন।

 

সাকিব নিজের ইনিংসটি গড়েন ১১টি চার ও একটি ছক্কায়।

 

তবে, শেষ পর্যন্ত আট চার ও দুইতি ছক্কা মেরে, মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ম্যাচ জিতেই ফেরেন বাংলাদেশের হয়ে।

 

এই জয়ের সাথে, চ্যাম্পিয়ান্স ট্রফিতে টিকে থাকল বাংলাদেশের আশা।

 

Image: ICC