Sports

প্রথম টেস্টঃ সমস্যায় বাংলাদেশ, ১২২ রানের লিড

প্রথম টেস্টঃ সমস্যায় বাংলাদেশ, ১২২ রানের লিড

| | 15 Jan 2017, 11:54 am
ওয়েলিংটন, জানুয়ারি ১৫ঃ চতুর্থ দিনটা বেশ সমস্যার মধ্যেই শেষ করল বাংলাদেশ।

প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ৬৬ রান তোলেন নিজেদের দ্বিতীয় ইনিংসে, নিউ জিল্যান্ডের থেকে ১২২ রানে এগিয়ে আছে দল।

 

তবে, তামিম ইকবাল (২৫), মাহমুদউল্লাহ (৫)ও মেহেদী হাসান মিরাজ (১) ফিরে গিয়ে বেশ অসুবিধাতেই আছে এই মুহূর্তে বাংলাদেশ।

 

অন্যদিকে, চোট পেয়ে মাঠ ছেড়েছেন ইমরুল কায়েস (২৪)।

 

সব মিলিয়ে, লিড নিলেও, দিনের শেষে খুব সুবিধার জায়গায় নেই বাংলাদেশ।

 

পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার সময় ক্রিজে মুমিনুল হক (১০) থাকবেন লড়াই চালাবার জন্য।

 

এর আগে ৫৩৯ রানে শেষ হয় যায় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস।

 

৫৬ রানের লিড নেয় বাংলাদেশ।

 

১৭৭ রান করে নিউ জিল্যান্ডের হয় সব থেকে বেশি রান করেন টম ল্যাথাম।

 

৮৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হন কামরুল ইসলাম রাব্বি ও ওনার পাশাপাশি দুটি করে উইকেট পান মাহমুদউল্লাহ, সাকিব আর শুভাশীষ রায়।