Sports

বাংলাদেশের সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষিত

বাংলাদেশের সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষিত

| | 16 Sep 2016, 06:04 am
লন্ডন, সেপ্টেম্বর ১৬- বাংলাদেশের সফরে আসবে যে ইংল্যান্ড দল তার ঘোষণা হয়েছে আজ।
সেই দলে এউইন মরগান ও অ্যালেক্স হেলসকে বাদ দিলে সকলেই প্রায় চেনা ও পরিচিত মুখ।


তবে বোঝা যাচ্ছে যে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ইংল্যান্ড।

প্রায় ১১ বছর পরে, টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্যারেথ বেটি।

তবে অভিজ্ঞ ইয়ান বেল ও ক্রিস ডর্জানকে দলের বাইরে রেখেছেন নির্বাচকেরা।

টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও পেসার স্টুয়ার্ড ব্রড এই সফরে আসবেন।

এই সফরের জন্য আসা টেস্ট দলে জায়গা করতে পেরেছেন তিনজন নতুন খেলোয়াড়-হাসিব হামিদ, বেন ডাকেট ও জাফর আনসারি।

বাংলাদেশে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে এই মাসের ৩০ তারিখ পৌঁছাবে ইংল্যান্ড দল।

টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জস বাটলার, স্টিভেন ফিন, মার্ক উড, গ্যারেথ ব্যাটি, জাফর আনসারি, বেন ডাকেট।

এক দিনের দল: জেসন রয়, বেন ডাকেট, জেমস ভিন্স, স্যাম বিলিংস, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট ও জ্যাক বল।