Sports

দক্ষিণ আফ্রিকা হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

| | 12 Jul 2015, 02:24 pm
মিরপুর, জুলাই ১২- ভারত ও পাকিস্তানের পরে, দক্ষিণ আফ্রিকাকে রোববার সাত উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজারার বাংলাদেশ দল।

প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে আল আউত করে দেওয়ার পরে, ১৩৪ বল বাকি থাকতেই ও মাত্র তিন উইকেট হারিয়ে ১৬৭ তুলে সিরিজ ১-১ করেছে বাংলাদেশ।

 

২০০৭ বিশ্বকাপের পরে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

 

আজকের ম্যাচে প্রথমে দুর্দান্ত বলিং করতে দেখা হায় বাংলাদেশের বোলারদের।

 

নাসির ও মুস্তাফিজ মিলে তিনটি করে উইকেট তুলে শেষ করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।

 

রুবেল ৩৪ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

 

দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি (৪১) কে বাদ দিলে আর কেউ সেরকম ব্লবার মত রান করতে পারেনি।

 

এক সময় ১০০ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা ছয়টি উইকেট হারিয়ে ফেলে ও পরে সেশের ব্যাটসম্যানেরা মিলে ১৬২ রান করেন।

 

১৬৩ রান লক্ষ্য সামনে রেখে, বাংলাদেশ সৌম্য সরকার (৮৮) -মাহমুদউল্লাহ (৫০)র ১৩৫ রানের রেকর্ড জুটিতে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ১৬৭ তে। জদিও ৪ রান বাকি থাকতে মাহমুদউল্লাহ আউট হয়ে যান।