Travel

Dhaka-Darjeeling train service to begin

Dhaka-Darjeeling train service to begin

Bangladesh Live News | @banglalivenews | 27 Jan 2019, 10:49 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৭: রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল সংযোগের কাজ অচিরেই শুরু হবে জানিয়ে বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ি রেল পথ দিয়ে দার্জিলিং-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে।’

শনিবার সকালে নীলফামারী রেলস্টেশন পরিদর্শন শেষে স্টেশন চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।


এসময় নুরুল ইসলাম সুজন জেলা শহরের অনুন্নত এই রেলস্টেশনটিকে আধুনিক মানে উন্নয়নের আশ্বাস দেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার বিগণ সময় ক্ষমতায় থেকে রেলকে ধ্বংস করেছে। ১৯৯১ সালে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে তারা বিদায় করে দিয়েছে।’ আর যারা দেশটাই চায় না, তারা কিভাবে দেশের ভালো চাইবেন- সেই প্রশ্ন রাখেন তিনি।


তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সেবক। ক্ষমতায় এসে আলাদা মন্ত্রনালয় গঠন করে রেলের উন্নয়নে নতুন নতুন কাজ হাতে নিয়েছে। বরাদ্দ করেছে ৩৯ হাজার কোটি টাকা।’
রেলপথ মন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি দ্রুতগতির  ট্রেন চলাচল প্রকল্পের কাজও শুরু হয়েছে। তিনি বলেন, প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ হবে। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর পাশেই আলাদা একটি রেল সেতু নির্মাণ করা হবে। নতুন ইঞ্জিন আনা হয়েছে, মিটার গেজে ২০০টি এবং ব্রডগেজে ৫০টি কোচ অচিরেই রেল বহরে যুক্ত হবে।


মন্ত্রী সুজন বলেন, ‘লোকবল নিয়োগ দিয়ে রেলকে সচল এবং সাধারণ মানুষের বাহনে পরিণত করা হবে। দেশের বৃহত্তর সৈয়দপুর রেল কারাখায় লোকবল নিয়োগ দিয়ে সেটির পুরোনো ঐতিহ্যকে ফিরে আনা হবে।’


এসময় মন্ত্রী রেলের টিকিটের কালোবাজারী ঠেকানোর ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সাধারণ টিকিট অনলাইনে দেওয়ার চিন্তা করছি না। কারণ সাধারণ মানুষের মধ্যে অনেকেই এখনো অনলাইনের ব্যবহার জানেন না। আর টিকিট কেনার জন্য জাতীয় পরিচয় পত্রের ব্যবহার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের (জনগন) কোন পরামর্শ থাকলে সেটিরও গুরুত্ব দেওয়া হবে।’