Travel

Emirates gets rights to operate flights in Bangladesh

Emirates gets rights to operate flights in Bangladesh

Bangladsh Live News | @banglalivenews | 19 Jun 2020, 10:11 am
ঢাকা, জুন ১৯ : দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল এমিরেটস এয়ারলাইনস। আগামী ২১ জুন থেকে তারা বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এমিরেটস বাংলাদেশ জানায়, বেবিচকের কাছে দুবাই থেকে ঢাকার ফ্লাইটের অনুমতি চাওয়া হলে তারা ২১ জুন থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। তবে কত তারিখ থেকে ফ্লাইট চলাচল শুরু করবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমিরেটস।


এমিরেটসকে দেয়া বেবিচকের দেয়া চিঠিতে জানানো হয়, তারা সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করতে পারবে। দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধু ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস। তবে সে দেশের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবে।


এর আগে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল চালুর জন্য অনুমতি চেয়ে বেবিচককে চিঠি দেয় এমিরেটস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই ও টার্কিশ এয়ারলাইনস।


উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুদিন ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে সব সচল হচ্ছে।