Bangladesh

খ্রিস্টান ব্যবসায়ী খুনঃ দুই দিনের রিমান্ডে আবদুল্লাহ আল মামুন

খ্রিস্টান ব্যবসায়ী খুনঃ দুই দিনের রিমান্ডে আবদুল্লাহ আল মামুন

| | 07 Jun 2016, 11:07 am
ঢাকা, জুন ৭- দেশের এক আদালত মঙ্গলবার নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ খুনের ঘটনায় গ্রেপ্তার এক ব্যাক্তিকে দুই দিনের রিমান্ড পাঠিয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম হল আবদুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলী।


আজকের আদেশ দিয়েছেন নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন।

 


পুলিশ ওনাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলেও শেষ পর্যন্ত দুই দিনের জন্য এই মামলায় জিজ্ঞেসাবাদের জন্য আলীকে রিমান্ডে পাঠানো হয়।

 


আজকে এই বিষয় শুনানি শেষ হয়।

 

সাইট রোববার বলেছিল যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় সুনীল গমেজ নামের এক ব্যবসায়ীকে খুন করার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।

 

নিজেদের টুইটার পেজে সাইট আমাক নিউজ এজেন্সির বিবৃতির দিয়ে  তথ্য দিয়েছিল।

 

দুর্বৃত্তরা অস্ত্র দিয় কুপিয়ে গমেজকে হত্যা করে, জানায় পুলিশ।

 

গমেজের দোকানে রোববার দুপুর ১২টার দিকে ওনার লাশ দেখতে পাওয়া যায়।

 

কিছুদিন ধরে উনি মুদি দোকান খুলছিলেন।

 

স্বপ্না গমেজ, নিহতের মেয়ে, সাংবাদিকদের জানান যে ওনার বাবা খুব নিরীহ ব্যাক্তি ছিলেন।

 

এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।