Bangladesh

রোহিঙ্গা সমস্যা নিয়ে হাসিনার সাথে কথা হল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের

রোহিঙ্গা সমস্যা নিয়ে হাসিনার সাথে কথা হল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের

| | 21 Oct 2017, 09:26 pm
ঢাকা, অক্টোবর ২২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই সময় বাংলাদেশের মাটিতে চলতে থাকা রোহিঙ্গা সমস্যা নিয়ে ফন করে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে গুতেরেস শনিবার রাত সাড়ে ৯টার সময় হাসিনাকে এই বিষয় ফোন করেন।

 

এই বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস।

 

এই মানুষদের দেশের মাটিতে জায়গা দেওয়া ও তারদের সহায়তা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন উনি।

 

প্রধানমন্ত্রী ওনাকে এই মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে আহ্বান করেছেন।

 

প্রধানমন্ত্রী নিজে আবার একবার এই সমস্যা মেটানোর লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর তুলে ধরা পাঁচ দফা প্রস্তাব দিয়েছিলেন তার সমর্থন চান গুতেরেসের কাছে।


"এই সমস্যার স্থায়ী সমাধানে আমি পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছিলাম,” হাসিনা বলেছেন।

 

মিয়ানমারে এই মানুষদের উপরে সেনাবাহিনীর অভিযানকে ‘জাতিগত নির্মূলের’ চেষ্টা বলে আখ্যায়িত করেন গুতেরেস।


এই সমস্ত বিষয়টি মানবাধিকারের জন্য ‘দুঃস্বপ্নের’ জন্ম নিচ্ছে বলেও মন্তব্য করেন উনি।

 

হাসিনা ওনাকে বলেন যে এই সমস্যার সমাধানের লক্ষ্যে দেশের  স্বরাষ্ট্রমন্ত্রীকেও উনি মিয়ানমার সফরে পাঠাবেন।

 

“জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের সংখ্যা ইতোমধ্যে ছয় লাখ ছাড়িয়েছে, যাতে সব মিলিয়ে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখে,” হাসিনা বলেন।

 

মানবিকতার কথা মাথায় রেখেই হাসিনা এই মানুষদের দেশের মাটিতে স্থান দিয়েছেন থাকার।