Bangladesh

দেশকে ভালোবাসা, দেশের জন্য ত্যাগ স্বীকার ও ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের জন্য গুরুত্বপূর্ণ, মন্তব্য করলেন হাসিনা

দেশকে ভালোবাসা, দেশের জন্য ত্যাগ স্বীকার ও ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের জন্য গুরুত্বপূর্ণ, মন্তব্য করলেন হাসিনা

| | 31 Aug 2017, 06:26 am
ঢাকা, আগস্ট ৩১ঃ দেশের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দেশকে ভালোবাসা, দেশের জন্য ত্যাগ স্বীকার ও ঝুঁকি নেওয়ার সাহস একজন রাজনীতিবিদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
উনি বলেন এই বিষয়গুলি মাথায় রেখেই দেশের ছাত্রলীগ নেতাকর্মীদের নিজেদের তৈরি করতে হবে।


জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ছাত্রলীগের আলোচনা সভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

হাসিন বলেনঃ "দেশকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করা, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা, যে কোনো ঝুঁকি নেওয়ার সাহস রাখা… একজন রাজনীতিবিদের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উনি বলেন এই উপদেশ উনি পরিবারের থেকে পেয়েছিলেন।

স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকার ক্তহাও নিজের বক্তব্যে তুলে ধরেন হাসিনা।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ক্তহাও উনি স্বরন করেন।

" “স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান রয়েছে। মা জানতেন বাবা কী চাচ্ছেন। বাবার জন্য মায়ের ভূমিকা ছিল অনন্য," হাসিনা বলেন।

শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে, প্রধানমন্ত্রী বলেনঃ "প্রতিটি নেতা-কর্মীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই এই দেশকে আমরা গড়ে তুলতে পারব।"

হাসিনা বলেন উনি চান দেশে যেন সবসময় শান্তির পরিবেশ ্থাকে।

হাসিনা বলেনঃ "আমরা ধীরে ধীরে প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যাব।”

উনি আরও বলেন নতুন নেতাদের যে মানুশ্রা সেবা করাই ওনার দলের লক্ষ্য।

এই আদর্শেই আগামী দিনের ছাত্রলীগ নেতাকর্মীদের তৈরি করতে হবে বলে জানান হাসিনা।