Bangladesh

মিয়ানমার থেকে যে মানুষেরা এই দেশে পালিয়ে আসছেন তাদের মধ্যে অনেক নারী ধর্ষিত বলে মন্তব্য করলেন মন্ত্রী

মিয়ানমার থেকে যে মানুষেরা এই দেশে পালিয়ে আসছেন তাদের মধ্যে অনেক নারী ধর্ষিত বলে মন্তব্য করলেন মন্ত্রী

| | 13 Sep 2017, 11:11 am
ঢাকা, সেপ্টেম্বর ১৩ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ জানিয়েছেন যে মিয়ানমার থেকে যে মানুষেরা এই দেশে পালিয়ে আসছেন তাদের মধ্যে অনেক নারী ধর্ষিত হয়েছেন।

বুধবার সাংবাদিকদের সাথে কথা বলবার সময় মন্ত্রী বলেনঃ “রোহিঙ্গাদের উপর অবর্ণনীয় অত্যাচার, সেই অত্যাচারে দিশেহারা হয়ে তারা আমাদের দেশে চলে এসেছে।"

 

উনি আরও বলেনঃ "আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তাদের নির্যাতনের বর্ণনা শুনেছি। যতগুলো নারী এসেছেন তাদের নব্বই শতাংশ ধর্ষণের শিকার হয়েছেন আর যতগুলো শিশু এসেছে বা সবাই আহত হয়েছেন।”

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আরেকবার মিয়ানমারকে এই দেশে পালিয়ে আসা নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

উনি বলেন যে রোহিঙ্গারা এই দেশে নিজেদের ঘর বাড়ি হারিয়ে এসেছেন তারা 'সাময়িক আশ্রয়' পাবেন।

 

"স্বজন হারানোর বেদনা আমি বুঝি। ঘরবাড়ি হারিয়ে যেসব রোহিঙ্গা এখানে  এসেছেন, তাঁরা সাময়িক আশ্রয় পাবেন," হাসিনা বলেন।

 

তবে, প্রধানমন্ত্রী তাদের জানিয়ে দেন দেশে ফিরতে হবে।

 

"তাঁদের মিয়ানমারে ফিরে যেতে হবে," হাসিনা বলেন।

 

"আপনারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারেন, সে ব্যাপারে চেষ্টা চলছে," প্রধানমন্ত্রী বলেছেন এই মানুষদের উদ্দেশ্যে।

 

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরে আজ এই মানুষদের অবস্থা দেখতে গেছিলেন হাসিনা।

 

সেই সময় এই কথাগুলি উনি বলেছেন।

 

" ‘মানবিক দিক বিবেচনা করে আমরা আপনাদের আশ্রয় দিয়েছি। আমরা আপনাদের পাশে থাকব," হাসিনা বলেন।

 

হাসিনা রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করেছেন।