Bangladesh

হিন্দি গান মোবাইলের রিংটোন হিসেবে চলবে না

হিন্দি গান মোবাইলের রিংটোন হিসেবে চলবে না

| | 09 Jul 2015, 11:48 am
ঢাকা, জুলাই ৯- দেশের হাই কোর্ট বৃহস্পতিবার জানিয়েছেন যে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ভারতীয় হিন্দি গানের ব্যবহার করা যাবে না।

এই বিষয় একটি রিটের শুনানি করার পরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

 

এর আগে জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ করেছিল হাইকোর্ট।

 

এই বছরের ১ মে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায়টি বহাল রেখেছে।