Bangladesh

মিরপুরের 'জঙ্গি আস্তানা' যে বাড়ি তাঁর মালিক গ্রেপ্তার

মিরপুরের 'জঙ্গি আস্তানা' যে বাড়ি তাঁর মালিক গ্রেপ্তার

| | 07 Sep 2017, 06:05 am
ঢাকা, সেপ্টেম্বর ৭ঃ মিরপুরে 'জঙ্গি আস্তানা' যে বাড়িটিতে অভিযান চালিয়েছে র‍্যাব তাঁর মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
বাড়িটির মালিকের নাম হল হাবিবুল্লাহ বাহার আজাদ।


র‍্যাব আজাদকে ছাড়াও গ্রেপ্তার করেছেন ওই গলির নিরাপত্তারক্ষী সিরাজুল ইসলামকে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আজ সাংবাদিকদের এই বিষয় জানিয়েছেন।

ছয়টি শক্তিশালী বোমা, কার্টুনে মোড়ানো আইইডি এই বাড়িটি থেকে পাওয়া গেছে, সাংবাদিকদের জানান খান।

র‍্যাব এখনও অভিযান চালাচ্ছে।

দারুস সালাম থানায় এই অভিযানের বিষয় একটি মামলা করা হয়েছে।

মামলাটি করেছেন র‍্যাব-৪–এর নায়েক সুবাদার হারুন অর রশীদ। 
মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে বাড়ির মালিক ও গলির নিরাপত্তাকর্মীকে।

নিহত জঙ্গি আবদুল্লাহ এর দেহ তাঁর পরিবার নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

পরে সেই বাড়িতে  রাসায়নিক বিস্ফোরণ ঘটে।

নিহত হন জঙ্গি আবদুল্লাহসহ সাতজন।