Bangladesh

নতুন ইতিহাস গড়বার পথে বাংলাদেশ

নতুন ইতিহাস গড়বার পথে বাংলাদেশ

| | 30 May 2017, 06:55 am
ঢাকা, মে ২৯ঃ এক নতুন বাংলাদেশ গড়া চলছে।
আর এই বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকার।


বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়াতেও, বাংলাদেশ আজ এগিয়ে চলেছে।

আর কিছুদিনের মধ্যেই, বাংলাদেশ প্রযুক্তির দুনিয়াতে এক নতুন পথে হাঁটবে।

হ্যা, দেশের  প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ  করা হবে এই মাসের শেষে।

ডিসেম্বরে, এই শুভ পদক্ষেপটি নেবেন বাংলাদেশ।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের  এই বিষয় জানিয়েছেন।

তবে মন্ত্রী আরও জানান যেঃ"আবহাওয়া যদি অনুকূলে না থাকে, তাহলে সেটা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ করা হতে পারে।"

 ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, জানান মন্ত্রী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এই উৎক্ষেপণের প্রক্রিয়াটি কার্যকর কড়া হবে।

মন্ত্রী জানিয়েছেন যে দেশের প্রথম স্যাটেলাইট তৈরি হয়েছে ফ্রান্স দেশে।

"এখন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে," উনি বলেন।

এই পদক্ষেপে সফল হলে, বাংলাদেশ ইতিহাসের পাতায় লিখবে এক নতুন অধ্যায়।

বাংলাদেশ তাহলে হবে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক।