Bangladesh

 চেতনার দুয়ারটা যেন তখন তাদের বন্ধ ছিলঃ হাসিনা

চেতনার দুয়ারটা যেন তখন তাদের বন্ধ ছিলঃ হাসিনা

| | 12 Aug 2015, 01:32 pm
ঢাকা, আগস্ট ১২- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেন যে দেশে যারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে যারা সংবিধান সংশোধন করতে চাইছেন তারা এক সময় সামরিক শাসকদের উপদেষ্টা ছিলেন।

"সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠনের প্রস্তাব করেন, অনেক কিছু বলেন, আমি যখন এই মুখগুলো দেখি। তাদের কেউ একসময় সামরিক শাসকদের উপদেষ্টা ছিলেন বা কেউ কেউ তাদের সঙ্গে কাজ করেছেন," হাসিনা বলেন।

 


"মনে হচ্ছে, চেতনার দুয়ারটা যেন তখন বন্ধ ছিল," প্রধানমন্ত্রী বলেন।

 

হাসিনা বলেন তাঁর সরকার ক্ষমতায় আসার পরে দেশের \'মুক্তবুদ্ধি চর্চার সুযোগ করে\' দেওয়া হয়েছে।

 

"ওনাদের এখন বুদ্ধির দুয়ার এত খুলে যাচ্ছে যে যতই ওনারা গণতন্ত্র পাচ্ছেন, আরও চাই আরও চাই, করতে থাকেন," হাসিনা বলেন।

 


ঢাকায় অনুষ্ঠিত একটি বৈঠকে প্রধানমন্ত্রী এই কথাগুলি বলেছেন।