Bangladesh

10 ports by Awami League in 10 years: Khan

10 ports by Awami League in 10 years: Khan

Bangladesh Live News | @banglalivenews | 08 Sep 2018, 06:05 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ৮ : আওয়ামী লীগ সরকার ক্ষমতার ১০ বছরে ১০টি স্থল বন্দর করেছে।

 অপরদিকে বিএনপি একটি বন্দরও করতে পারেনি।

 

শুক্রবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে সম্ভাব্য স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে এক মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

 

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই দেশে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে।

 

চাকঢালায় স্থল বন্দর করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, এই স্থল বন্দর নির্মাণে মিয়ানমারেরও আগ্রহ থাকতে হবে। তাই কিছুটা সময় অপেক্ষা করতে হবে।


মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।