Bangladesh

এইডস,যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে সকলকে একসাথে লড়তে আবান করলেন হাসিনা

এইডস,যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে সকলকে একসাথে লড়তে আবান করলেন হাসিনা

| | 17 Sep 2016, 10:33 am
মন্ট্রিল, সেপ্টেম্বর ১৭- কানাডার মাটিতে, শেখ হাসিনা পৃথিবীকে এক হয়ে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করতে আহ্বান করেছেন।

এই তিন মারাত্মক ব্যাধির বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করতে উনি বলেছেন।

 

মন্ট্রিলে অনুষ্ঠিত ‘ফিফথ গ্লোবাল ফান্ড (জিএফ) রিপ্লেসমেন্ট কনফারেন্স’ অনুষ্ঠানে যোগ দিয়ে হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

উদ্বোধনী অধিবেশনে নিজের বক্তব্য রাখার সময় উনি বলেনঃ"আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধযোগ্য এবং এসব রোগ চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। "

 

হাসিনা বলেন, "এ জন্য প্রয়োজন অঙ্গীকার, সংকল্প এবং সংহতি। একত্রে কাজ করার এই অঙ্গীকার এই ব্যাধির অবসান ঘটাতে পারে।"

 

এই সম্মেলনে, হাসিনা ছাড়াও, বক্তব্য রাখেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল, টোগোর প্রেসিডেন্ট ফুয়ারে গ্রেন্সিভ, গ্লোবাল তহবিলের নির্বাহী পরিচালক মার্ক আর দাইবাল এবং আন্তর্জাতিক সংস্থা লা ফ্রাঙ্কোফনির মহাসচিব মিখায়েল জেন।

 

হাসিনা বলেন যে ওনার সরকারের নেতৃত্বে, বাংলাদেশ এখন ২০২০ সাল নাগাদ ম্যালেরিয়া নির্মূলের দিকে  এগোচ্ছে।

 

এই মুহূর্তে হাসিনা কানাডা সফরে আছেন।

 

এখান থেকে উনি যুক্তরাষ্ট্র সফরে  যাবেন।